নুহাশের 'মশারি' প্রযোজনা করবেন দুই অস্কারজয়ী তারকা
তরুণ বাংলাদেশি নির্মাতা নূহাশ হুমায়ুনের লাইভ-অ্যাকশন শর্টফিল্ম 'মশারি'-র নির্বাহী প্রযোজক হতে চলেছেন অস্কারজয়ী দুই নির্মাতা ও অভিনেতা জর্ডান পিল ও রিজ আহমেদ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক থেকে শুরু করে ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প 'মশারি'। সিনেমার গল্পে দেখা যাবে এক নতুন পৃথিবীতে দুই বোনের বেঁচে থাকার সংগ্রাম, যেখানে তাদের মনের শয়তানকেও মোকাবেলা করতে হবে।
নিজ প্রতিষ্ঠান মানকি-প প্রোডাকশন থেকে 'মশারি' প্রযোজনা করবেন সেরা পরিচালকসহ 'গেট আউট' ছবির জন্য তিনটি অস্কার পাওয়া জর্ডান পিল। পিল 'ব্ল্যাককেক্ল্যান্সম্যান' ছবির জন্যও সেরা ছবির ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন।
'দ্য লং গুডবাই' ছবির জন্য চলতি বছর বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ক্যাটাগরিতে অস্কার জিতেছেন রিজ আহমেদ। রিজের প্রতিষ্ঠান লেফট হ্যান্ডেড ফিল্মস থেকে 'মশারি'-র প্রযোজনা করবেন তিনি।
ইতোমধ্যেই এসএক্সএসডব্লিউ জুরি অ্যাওয়ার্ডসহ ফ্যান্টাসিয়া, হলিশর্ট ও মেলবোর্ন ফেস্টিভালে অংশ নিয়ে পুরস্কারের সঙ্গে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি।
চলতি বছরের মার্চে সাইথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে মশারি মুক্তি পায়। এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও নাইরা।