রাস্তায় গর্ত হয়ে জনদুর্ভোগ, মেরামত করতে নেমে পড়লেন আর্নল্ড শোয়ার্জেনেগার!
হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার বরাবরই জনহিতকর কাজের জন্য সুপরিচিত। মেয়রের দায়িত্ব থেকে অব্যহতির পরেও নাগরিক কর্তব্য ঠিকই পালন করে যাচ্ছেন এই তারকা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি এলাকায় তাকে বেলচা হাতে নিয়ে রাস্তার একটি গর্ত ভরাট করতে দেখা গেছে।
শোয়ার্জেনেগার তার টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'দীর্ঘদিন ধরে এলাকার সবাই রাস্তার এই বিশাল গর্তটা নিয়ে বিরক্ত ছিল, যা তাদের গাড়ি ও বাইসাইকেল নিয়ে চলাচলে সমস্যা সৃষ্টি করছিল। তাই এবার আমি এবং আমার টিম গিয়ে সেই অংশটা ঠিক করেছি। এজন্যেই আমি সবসময় বলি, চলুন অভিযোগ না করি, বরং সমস্যা সমাধানের চেষ্টা করি। হিয়ার ইউ গো!"
গেল মঙ্গলবার এক মিনিটের এই ভিডিওটি পোস্ট করেন শোয়ার্জেনেগার। ভিডিওতে ৭৫ বছর বয়সী অভিনেতাকে ওয়ার্ক বুট, সানগ্লাস পরে কোদাল হাতে নিয়ে কাজ করতে দেখা যায়। এসময় তার সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিলেন। তারা কোদাল দিয়ে গর্ত ভরাট করায় ব্যস্ত ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, কাজ চলাকালীনই এলাকার একজন গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, 'টার্মিনেটর' তারকা ও তার টিমকে কাজ করতে দেখে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
ঐ প্রতিবেশির দিকে তাকিয়ে শোয়ার্জেনেগার বলেন, "আপনাকে এটা নিজেরই করতে হবে। তিন সপ্তাহ ধরে আমি অপেক্ষা করেছি যে কবে এই গর্তটা মেরামত করা হবে।"
শোয়ার্জেনেগারের একজন মুখপাত্র ড্যানিয়েল কেচেল বলেন, ব্রেন্টউডের বাসিন্দারা এই গর্ত মেরামতের জন্য বারবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা কানে তোলেনি। শীতকালীন ঝড়ে রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছিল।
কিন্তু সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সোক্যাল গ্যাস কোম্পানি জানিয়েছে, এটি রাস্তার কোনো সাধারণ গর্ত ছিল না, বরং গ্যাস লাইনের কাজের জন্য তারা এটি খনন করেছিল। এবার শোয়ার্জেনেগার গর্ত ভরাট করে ফেলায় তাদের আবারও তাদের এই গর্ত খুলতে হবে! অর্থাৎ, শোয়ার্জেনেগারের জনহিতকর কাজ হিতে বিপরীত হয়েছে!