'সিটাডেল’ সিরিজে অ্যাকশনধর্মী চরিত্রের জন্য সপ্তাহে পাঁচদিন প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াঙ্কা!
বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ 'সিটাডেল' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অ্যাকশনধর্মী সিরিজটিতে রহস্যময়ী এজেন্ট নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন 'কোয়ান্টিকো গার্ল' খ্যাত এ অভিনেত্রী। খবর ইউএস টুডের।
ইতোমধ্যেই অ্যামাজন প্রাইমে 'সিটাডেল' সিরিজের প্রথম সিজনের দুইটি পর্ব মুক্তি পেয়েছে। সিরিজটি সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, "সিরিজটির প্রমোশন অনেকটা 'কোয়ান্টিকো' সিরিজের কথা মনে করিয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে আমি খুব বড় মঞ্চে আছি। 'সিটাডেল' খুবই স্পেশাল।"
গণমাধ্যম হলিউড রিপোর্টারের তথ্যমতে, সিরিজটির প্রথম সিজনের বাজেট প্রায় ৩০০ মিলিয়ন ডলার। সেই হিসেবে প্রতি মিনিট দৃশ্যায়নের জন্য গড়ে খরচ হয়েছে প্রায় ১.২৫ মিলিয়ন ডলার। যদিও বাজেট সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিটাডেল এ অ্যাকশনধর্মী চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে সপ্তাহে পাঁচদিন পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াঙ্কা। এ সম্পর্কে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, "পুরো শরীরের শক্তি দিয়ে কাউকে ঘুষি মারতে উদ্যত হওয়া এবং পরক্ষণেই থেমে যাওয়ার জন্য দরকার নিখুঁত অনুশীলন।"
একইসাথে সাক্ষাৎকারে নিজের কন্যা সন্তান মালতী ম্যারি চোপড়া জোনাসকে নিয়েও অনুভূতি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "মালতী আমাদের জীবনে আনন্দের সবচেয়ে বড় উপলক্ষ। আমাদের সবকিছু এখন ওকে ঘিরে। মালতি অনেক কৌতূহলী। বর্তমানে ও ভালো আছে, সুস্থ আছে।"
২০১৮ সালে 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। খুব শীঘ্রই অ্যামাজন স্টুডিওর ব্যানারে কমেডিধর্মী অ্যাকশন সিনেমা 'হেডস অফ ষ্টেট' এ প্রিয়াঙ্কাকে দেখা যাবে। সিনেমাটিতে জন সিনা ও ইদ্রিস এলবার বিপরীতে অভিনয় করবেন তিনি।