প্রিয়াঙ্কার ব্র্যান্ডের টেবিলক্লথের দাম ৩৭ হাজার টাকা!
বিয়ের পর মার্কিন মুলুকের বাসিন্দা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়, প্রযোজনার পাশাপাশি এখন ব্যবসায়ী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছেন 'দেশি গার্ল'। ইতিমধ্যে নিউইয়র্কে 'সোনা' নামের একটি রেস্তোরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা। বিদেশের মাটিতে বসে দেশি খানাপিনার স্বাদ নিতে প্রবাসী ভারতীয়রা পৌঁছে যান এখানে। এরপর গত মাসেই নিজস্ব হোমওয়্যার লাইন 'সোনা হোম' শুরু করেছেন প্রিয়াঙ্কা।
'সোনা'-তে যেমন খাবারের আকাশছোঁয়া দাম, তেমনই প্রিয়াঙ্কার হোমওয়্যার সম্ভারের দাম দেখে চোখ কপালে সবার! প্রিয়াঙ্কার এখানে জিনিসপত্রের দাম এতটাই বেশি যে নেটমাধ্যমে জমিয়ে ট্রোলিং শুরু হয়েছে।
ওয়েবসাইটের তথ্য বলছে, প্রিয়াঙ্কার 'সোনা হোম'-এর 'পান্না' কালেকশনের টেবিলক্লথের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা (৩৯৮ ইউএস ডলার)। চমকে গেলেন তো? এখানেই শেষ নয়, এই কালেকশনের একটি চায়ের কাপ ও প্লেটের দাম ৬ হাজার ৩০০ টাকা (৬৮ ইউএস ডলার)। চাটনি রাখার ছোট (৬টি) পাত্রের দাম ১৮ হাজার ৫০০ টাকা (১৯৮ ইউএস ডলার)।
এই আকাশছোঁয়া দাম দেখে হতবাক নেটপাড়া। একজন লেখেন, 'মিসেস চোপড়া পাগল হয়ে গেছেন নাকি! একটা টেবিলক্লথ ৩০ হাজার টাকায়!'। কেউ কেউ মজা করে লেখেন, 'আপনি ভুল মানুষদের লুটছেন। ইংল্যান্ডে এই দোকান খুলে লুট শুরু করুন'।
এদিকে নতুন এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, "সোনা হোমের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি গর্বিত। ভারত থেকে এসে আমেরিকায় 'সেকেন্ড হোম' প্রতিষ্ঠা করা সহজ ছিল না। কিন্তু আমার যাত্রা আমাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আমি আমার দ্বিতীয় পরিবার এবং বন্ধুদের পেয়েছি।
আমি যা কিছু করি তার মধ্যে এক টুকরো ভারত নিয়ে আসি এবং এটি সেই চিন্তারই একটি সম্প্রসারণ।"
এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। হলিউডে 'এন্ডিং থিংস', 'ইটস অল কামিং ব্যাক টু মি'-এর মতো প্রজেক্ট রয়েছে তার হাতে, পাশাপাশি বলিউড পরিচালক ফারহান আখতারের 'জি লে জারা' ছবিতে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
- সূত্র- হিন্দুস্তান টাইমস