পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণ
ভারতীয় কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজ সোমবার (১৭ জানুয়ারি) শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মীয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
"তিনি গত এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে প্রায় ১২:১৫-১২:৩০টার দিকে তার হঠাৎ শ্বাসকষ্ট হয়। আমরা তাকে ১০ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে আসি। সেখানেই মারা যান তিনি," তার নাতনি রাগিনী মহারাজ এএনআইকে বলেন।
তার হাস্যোজ্জ্বল মুখটি আমার স্মৃতিতে থাকবে, যোগ করেন তিনি।
বিরজু মহারাজ লক্ষ্ণৌ-র কলকা-বিন্দাদিন ঘরানায় পারদর্শী ছিলেন।
১৯৩৭ এর ৪ ফেব্রুয়ারি একটি সুপরিচিত কত্থক নৃত্য পরিবারে ব্রিজ মোহন নাথ মিশ্র নামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা অচ্চন মহারাজ এবং কাকা শম্ভু ও লাচ্চু মহারাজ ছাড়াও বিন্দাদিন মহারাজের প্রভাবে গড়ে উঠেছিলেন।
তিনি তার বাবার সাথে শিশুশিল্পী হিসেবে নাচ শুরু করেন। কিশোর বয়সেই একজন গুরু (মহারাজ) হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। রামপুর নবাবের দরবারেও বিরজু মহারাজ পরিবেশন করেন।
২৮ বছর বয়সেই নাচের দক্ষতার জন্য সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার জিতেন বিরজু মহারাজ।
নিখুঁত ছন্দ, অভিব্যক্তিপূর্ণ অভিনয় ও অঙ্গভঙ্গির জন্য পরিচিত বিরজু মহারাজ তার নিজস্ব অনন্য শৈলী গড়ে তুলেছিলেন। তিনি একজন দক্ষ কোরিওগ্রাফার হিসেবে পরিচিত ছিলেন। নৃত্য-নাট্যকে জনপ্রিয় করতে অবদান রাখেন তিনি।
১৯৮৬ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণসহ পারফর্মিং আর্টসে অবদানের জন্য অসংখ্য পুরস্কার পান তিনি।