পদ্মায় দুই ফেরির সংঘর্ষে একজন নিহত, আহত ১০
শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটে পদ্মা নদীর টার্নিং পয়েন্ট জাজিরায় দুই ফেরির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ রোববার রাত সাড়ে তিনটার দিকে ফেরি সুফিয়া কামাল ও ফেরি রোকেয়ার মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফেরিতে থাকা গাড়িতে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম খোকন শিকদার (৪০)। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চিংবাখালির হারুন শিকদারের ছেলে। খোকন শিকদার পেশায় একজন পিকআপ চালক।
মাঝিকান্দি ফেরিঘাট থেকে বেগম সুফিয়া কামাল ফেরি শিমুলিয়া ফেরিঘাটে আসার সময় শিমুলিয়া ঘাট থেকে আগত মাঝিকান্দি ফেরিঘাটগামী বেগম রোকেয়ার সংঘর্ষ হয়।
বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, 'জাজিরায় মাঝিকান্দি ঘাটের অদূরে পদ্মা টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষ হয় এতে ফেরিতে থাকা এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হয়। বর্তমানে ফেরিঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকল নৌযান চলাচল স্বাভাবিক।'