সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের চেয়ে এগিয়ে রিপাবলিকান
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এখন পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছেন ১৬৪ আসন ও ডেমোক্র্যাটরা পেয়েছে ১০৩টি। খবর সিএনএনের।
সিনেটেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সিনেটের ১০০ আসনের মধ্যে ৪৪টি রিপাবলিকান ও ৪৩টি ডেমোক্র্যাটরা পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে।
এদিকে ভোটের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদ ও সিনেট দুটোতেই বিজয়ী হওয়ার আশাব্যক্ত করেছে তারা।
ফ্লোরিডায় ২৫ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ম্যাক্সওয়েল ফ্রস্ট প্রতিনিধি পরিষদে আসতে চলেছেন। এরই মধ্য দিয়ে জেনারেশন জেড এর প্রথম কংগ্রেস সদস্য পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পেনসিলভেনিয়াতে রিপাবলিকান প্রার্থী ডগ ম্যাস্ট্রিয়ানোকে হারিয়েছেন ডেমোক্র্যাট জস শাপিরো। ওহাইও-তে সিনেটে জিতেছেন রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স।
এদিকে সিবিএস নিউজ বিশ্লেষণ অনুসারে, জর্জিয়ায় ডেমোক্র্যাট রাফেল ওয়ার্নক ও রিপাবলিকান হার্শেল ওয়াকারের মধ্যে টস-আপ হতে চলেছ।
বেশকিছু গুরুত্বপূর্ণ আসন ডেমোক্র্যাটরা ধরে রাখলেও ফ্লোরিডায় রিপাবলিকানরা এগিয়ে গেছে।