পাসপোর্ট, ডকুমেন্ট পরীক্ষা ছাড়াই সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা, তৈরি হয়েছে মানদণ্ড
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) বিমান পরিবহনের জন্য ইন্ডাস্ট্রি মানদণ্ড তৈরি করেছে যা বিশ্বব্যাপী গ্রহণ করা হলে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
'রেকমেন্ডেড প্র্যাকটিস অন ডিজিটালাইজেশন অব অ্যাডমিসিবিলিটি' শীর্ষক এ মানদণ্ডের মাধ্যমে ভ্রমণকারীরা কোনো আন্তর্জাতিক গন্তব্যে তাদের গ্রহণযোগ্যতা ডিজিটাল পদ্ধতিতে প্রমাণ করতে পারবেন।
এর ফলে তাদেরকে আর বিমানবন্দরের চেক-ইন ডেস্কে বা বোর্ডিং গেটে কাগজপত্র দেখানোর জন্য থামতে হবে না। ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএটিএ।
আইএটিএ'র ওয়ান আইডি উদ্যোগের অধীনে বিশ্বের বিমান পরিবহন সংস্থাগুলো স্পর্শবিহীন বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের বিমানবন্দরের অভিজ্ঞতাকে ডিজিটাল করে তুলতে একত্রে কাজ করছে।
বর্তমানে অনেক বিমানবন্দরে এ ধরনের প্রোগ্রাম চালু হয়েছে। এসব বিমানবন্দরে যাত্রীরা বোর্ডিং ইত্যাদি প্রক্রিয়া কোনো প্রকার কাগুজে নথিপত্র ছাড়াই সম্পন্ন করতে পারছেন। এসব সম্ভব হয়েছে তাদের বোর্ডিং পাস বায়োমেট্রিক আইডেন্টিফায়ারে সংযুক্ত থাকার কারণে।
তবে অনেক ক্ষেত্রেই ভ্রমণকারীদের পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্য বিষয়ক নথিপত্র ইত্যাদি দেখানোর প্রয়োজন পড়ে বলে আইএটিএ'র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিজিটাইলাজেশন অব অ্যাডমিসিবিলিটি মানদণ্ড ওয়ান আইডি প্রক্রিয়াকে বাস্তবায়ন আরও এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে যাত্রীরা তাদের যাত্রার আগেই সরকারের কাছ থেকে ভ্রমণ-পূর্ববর্তী প্রয়োজনীয় সকল অনুমোদন ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করতে পারবেন।
নিজেদের নির্বাচিত এয়ারলাইনের সঙ্গে 'ওকে টু ফ্লাই' স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরে কাগজপত্র পরীক্ষার ধাপগুলো এড়াতে পারবেন।
ভবিষ্যতে যাত্রীরা যা যা করতে পারবেন:
- স্মার্টফোনে এয়ারলাইনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভেরিফায়েড ডিজিটাল পরিচয় তৈরি করা
- এ ডিজিটাল পরিচয় ব্যবহারের মাধ্যমে ভ্রমণের আগে গন্তব্যে থাকা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব কাগজপত্রের প্রমাণ পাঠানো
- ডিজিটাল পরিচয়/পাসপোর্ট অ্যাপে ডিজিটাল 'গ্রহণযোগ্যতার অনুমোদন' পাওয়া
- এয়ারলাইনের সঙ্গে প্রয়োজনীয় ভেরিফায়েড তথ্য শেয়ার করা
- এয়ারলাইন থেকে সব আনুষ্ঠানিকতা সমাপ্তির নিশ্চয়তা ও বিমানবন্দরে যাওয়ার সবুজ সংকেত লাভ
যাত্রীদের তথ্যের নিরাপত্তা প্রদান ও সবার জন্য ভ্রমণ সুগম করার লক্ষ্যে নতুন এ মানদণ্ড তৈরি করা হয়েছে। তবে এ পদ্ধতির পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারার ব্যবস্থা রাখা হবে যাতে যাত্রীরা তাদের পছন্দমতো প্রক্রিয়া অবলম্বন করে বিমানযাত্রা করতে পারেন।