তুরস্কে ভূমিকম্প: হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে উদ্ধার হলেন শিক্ষার্থী
তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন এক শিক্ষার্থী। হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিওর মাধ্যমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে তিনি নিজের লোকেশন শেয়ার করেন। সেই ভিডিও দেখে উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। ওই শিক্ষার্থীর নাম বোরান কুবাত। তার সঙ্গে ধ্বংসস্তূপে আটকা তার পরিবারের অন্যান্য সদস্যদেরও উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
তুরস্কে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গত সোমবার ভোরে। তখন অ্যাপার্টমেন্টের ভিতরে ছিলেন তারা। ভূমিকম্পের ফলে অ্যাপার্টমেন্টটি তখন সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বোরান পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে বেরিয়ে গেলেও পরে আবার তারা আপ্যার্টমেন্টে ফিরে আসেন। এরপর বিকেলে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। তখনই ওই আপ্যার্টমেন্টটি ভেঙে পড়ে। এরপর থেকেই মা এবং অন্যান্য আত্মীয়ের সঙ্গে অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপে আটকে ছিলেন বোরান।
কিন্তু কোনও উদ্ধারকারীদের দেখতে না পেয়ে শেষে বুদ্ধি খাটিয়ে হোয়াটসঅ্যাপে নিজের অবস্থান সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে একটি ভিডিও শেয়ার করে উদ্ধারের আর্জি জানান। ভিডিওতে তিনি বলেন, 'যদি কেউ এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেন, দয়া করে এসে সাহায্য করুন। অনুগ্রহ করে এখনই আমাদের উদ্ধার করুন।'
তার ভিডিও দেখে উদ্ধারকারীরা পরিবারটিকে খুঁজে বের করতে সক্ষম হয় এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে।
উল্লেখ্য, তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি হয়েছে হাজারও মানুষের। এখনও বহু মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপে। চলছে চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ।