বিশ্বব্যাংকের প্রধান পদে যুক্তরাষ্ট্রের প্রার্থীকে চ্যালেঞ্জ জানাবে রাশিয়া
বিশ্বব্যাংকের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের মনোনীত নমিনির বিপরীতে অন্য কাউকে নমিনি বানানোর জন্য মিত্রদের সাথে আলোচনা চালাচ্ছে রাশিয়া। বিশ্বব্যাংকে থাকা রাশিয়ার শীর্ষ প্রতিনিধিরা জানিয়েছেন, এতদিন ধরে যা স্বাভাবিক নিয়মে ঘটে আসছিলো, এবার রাশিয়ার এই চালে তা জটিল করে তুলবে।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর 'ইউক্রেনের জনগণের বিরুদ্ধে শত্রুতা'র অভিযোগে বিশ্বব্যাংক গত মার্চ মাসে রাশিয়া এবং বেলারুশ থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করলেও রাশিয়া এখনো বিশ্বব্যাংকের ভোটিং সদস্য।
রাশিয়া এবং সিরিয়াকে প্রতিনিধিত্ব করা বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর রোমান মারশাভিন রয়টার্সকে বিস্তারিত না জানিয়ে বলেছেন, "সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি এবং আলোচনা এখনো চলছে।" তিনি জানান এ বিষয়ের শেষ সিদ্ধান্ত মস্কোতে নেওয়া হবে।
রাশিয়ার এই পরিকল্পনা প্রথম উঠে আসে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে।
এই প্রতিবেদন অনুযায়ী মারশাভিন অন্যান্য দেশের সাথে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে আলোচনা চালাচ্ছেন, যার মধ্যে রয়েছে রুশ বিনিয়োগকারী, বিদেশি অর্থনীতিবিদ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সাবেক প্রধান এবং বিভিন্ন দেশের সাবেক অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা।
মারশাভিন অবশ্য কোন দেশের সাথে আলোচনা চালাচ্ছেন সে সম্পর্কে কোনো তথ্য খোলাসা করেননি।
বিশ্বব্যাংকের প্রধান হিসেবে ডেভিড মালপাসের পর ৬৩ বছর বয়সী মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী অজয় বাঙ্গাকে নমিনি হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আফ্রিকা সফরে যাওয়া অজয় বাঙ্গা জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ভারত, ঘানা এবং কেনিয়ার সমর্থন পেয়েছেন। গত মাসের জি২০'র অর্থবিষয়ক কর্মকর্তাদের সম্মেলনেও ফ্রান্স এবং জার্মানির পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন, এবং একইসাথে গত মঙ্গলবার বাংলাদেশের অনুমোদন পেয়েছে।
রাশিয়ার এই চ্যালেঞ্জ সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
যদিও মার্চের ২৯ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের পক্ষ থেকে নমিনির নামকে গ্রহণ করবে বিশ্বব্যাংক, তবে বাইডেনের এই নমিনেশনের ফলে বাঙ্গাই যে মার্কিনদের পক্ষ থেকে প্রার্থী হিসেবে থাকবেন তা নিশ্চিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বব্যাংক প্রধানের পদ তাদের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্রের কেউই ভরাট করছেন।
রাশিয়া এবং তাদের অন্যান্য মিত্রদের এই চ্যালেঞ্জ হয়তো এই ফলাফলে তেমন পরিবর্তন নিয়ে আসবে না, তবে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের সাথে ব্যাংকের তৃতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার চীনের মধ্যকার দ্বন্দ্ব বাড়াবে, যা বিশ্বব্যাংকসহ অন্যান্য বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের ওপরও প্রভাব ফেলবে।
সূত্র: আল জাজিরা