ইউক্রেনকে দেওয়া এক-তৃতীয়াংশ মার্কিন ব্র্যাডলি সাঁজোয়া যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো ব্র্যাডলি সাঁজোয়া যানগুলোর মধ্যে এক তৃতীয়াংশ ইতোমধ্যে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধ পাল্টা আক্রমণ চালাতে গিয়ে ইউক্রেনকে কতটা ক্ষতি বহন করতে হচ্ছে তা এই যানগুলো ধ্বংস হওয়া থেকে স্পষ্ট।
জানুয়ারিতে বাইডেন প্রশাসন প্রথমবার ইউক্রেনে প্রায় ৫০টি ব্র্যাডলি সাঁজোয়া যান পাঠানোর ঘোষণ দেয়। তীব্র গুলিবর্ষণ সক্ষমতার এই সাঁজোয়া যানগুলো ১০ জন সেনা পরিবহন করতে পারে।
দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ৪৭ মেকানাইজড ব্রিগেডই একমাত্র ইউনিট যারা যানবাহনগুলো পেয়েছে। এছাড়া পেন্টাগনের ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায়, মোট ৯৯টি ব্র্যাডলি পাওয়ার কথা ৪৭ ব্রিগেডের। তবে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ১০৯টি ব্র্যাডলি কিয়েভে পাঠিয়েছে, যেগুলো এপ্রিল থেকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।
সামরিক খাত নিয়ে গবেষণা করা সংস্থা ওরিক্স জানায়, ৩৪টি ব্র্যাডলি এখন পরিত্যাক্ত, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলে দৃশ্যত নিশ্চিত হওয়া গেছে। এর আগে ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়েছিল, জুনে হারানো ভূখণ্ড পুনর্দখলে ইউক্রেনের পাল্টা আক্রমণের ঘোষণার পর কয়েক দিনের লড়াইয়ে এক ডজনেরও বেশি ব্র্যাডলি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন ক্ষয়ক্ষতি অবশ্য অপ্রত্যাশিত নয়। পাল্টা আক্রমণের প্রথম কয়েক দিনেই বেশি ব্র্যাডলি ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ এসময় ইউক্রেন বাহিনীকে রাশিয়ার প্রতিরক্ষা লাইনের বড় মাইনফিল্ড অতিক্রম করতে হয়েছে। ইউক্রেনের সেনারা বরং জীবন রক্ষাকারী হিসেবে সাঁজোয়া যানগুলোকে কৃতিত্ব দিচ্ছেন।
গত মাসে এবিসি নিউজকে এক ইউক্রেনীয় সেনা বলেন, 'এটার কল্যাণেই (ব্র্যাডলি) আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি এখন। আমরা যদি কোনো সোভিয়েত সাঁজোয়া যান ব্যবহার করতাম তাহলে হয়তো প্রথম আঘাতের পরই মারা যেতাম।'