জি২০ বৈঠক: বাণিজ্য, বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান নরেদ্র মোদির
আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের জয়পুরে জি২০-এর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রীদের বৈঠকে এক ভিডিও বার্তায় তিনি বাণিজ্য ও বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলো তুলে ধরে বলেন, এটি দেশগুলোর মধ্যে কেবল ধারণা এবং সংস্কৃতির আদান-প্রদানকেই সহজ করেনি, বরং লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্য থেকেও তুলে এনেছে। ভারতের অর্থনীতির উপরে বর্তমান বিশ্বের যেই আস্থা ও আশাবাদ রয়েছে, তা শক্তিশালী প্রচেষ্টা এবং কৌশলগত সংস্কারের জন্যই সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, "ইতিহাসজুড়ে দেখা যায়, বাণিজ্যের মাধ্যমে বিশ্বব্যাপী সংস্কৃতি, ধারণা এবং প্রযুক্তির আদান-প্রদান হচ্ছে। এটি মানুষকে কাছাকাছি নিয়ে এসেছে। বাণিজ্য এবং বিশ্বায়ন কয়েক কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে এনেছে।"
"আজ আমরা ভারতের অর্থনীতিতে বিশ্বব্যাপী আশাবাদ এবং আস্থা দেখতে পাচ্ছি। ভারতকে বিশ্বব্যাপী উন্মুক্ত ও সুযোগের দ্বার হিসাবে দেখা হয়, যা শক্তিশালী প্রচেষ্টা এবং কৌশলগত সংস্কারের জন্যই সম্ভব হয়েছে" বলেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, "আমরা প্রতিযোগীতা ও স্বচ্ছতা বৃদ্ধি করেছি। আমরা ডিজিটালাইজেশন সম্প্রসারিত করেছি, এবং উদ্ভাবনের প্রচার করেছি। আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডোর স্থাপন করেছি এবং শিল্পাঞ্চল গড়ে তুলেছি। আমরা রেড টেপ থেকে রেড কার্পেটে চলে এসেছি এবং এফডিআই প্রবাহকে উদারীকরণ করেছি।"
একইসঙ্গে, কোভিড-১৯ মহামারি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে জি২০-এর দায়িত্বের ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।
"আমাদের অবশ্যই স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খল তৈরি করতে হবে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোকেও মোকাবেলা করতে পারবে। এই প্রেক্ষাপটে, গ্লোবাল ভ্যালু চেইন ম্যাপিংয়ের জন্য একটি জেনেরিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে ভারতের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাঠামোর লক্ষ্য হবে দুর্বলতাগুলোকে বিবেচনায় নেওয়া, ঝুঁকি হ্রাস করা এবং স্থিতিস্থাপকতা বাড়ানো," যোগ করেন তিনি।
ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে দুই দিনব্যাপী জি২০ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিট্রিয়াল মিটিং (টিআইএমএম) শুরু হয়েছে আজ। এছাড়া, আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।