ইরানের হামলার জবাব দেওয়া নিয়ে উত্তপ্ত বিতর্ক, ইসরায়েলের রাফাহ অভিযানের পরিকল্পনা স্থগিত
গাজার রাফায় স্থল অভিযানের প্রথম পদক্ষেপটি নিতে প্রস্তুত ছিল ইসরায়েল। কিন্তু এরই মধ্যে ইরান ইসরায়েলে হামলা করায় সে পরিকল্পনা ভেস্তে যায়। এখন কীভাবে ইরানের হামলার জবাব দেওয়া যায়, তা নিয়ে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভায় চলছে উত্তপ্ত বিতর্ক।
ইসরায়েলের একাধিক সূত্র মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের দু'টি সূত্রের তথ্যমতে, স্থল অভিযানের প্রস্তুতির মধ্যে সোমবার রাফার বিভিন্ন অংশে বিমান থেকে সতর্কতামূলক লিফলেট ফেলার কথা ছিল ইসরায়েলের। গাজার দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে ১০ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু গত শনিবার ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েল পরিকল্পনাটি স্থগিত করে।
এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল রাফায় স্থল অভিযান চালাতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে বেসামরিক লোকদের সেখান থেকে সরে যাওয়া ও কখন এ অভিযান চালানো হবে, সেটি এই মুহূর্তে স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে দুই সিনিয়র কমান্ডারসহ ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এরই জবাবে গত শনিবার ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
অনুবাদ: রেদওয়ানুল হক