হিজবুল্লাহ ‘ফিরে এসেছে’: উপপ্রধান কাসেম
হিজবুল্লাহ'র উপপ্রধান নাঈম কাসেম মঙ্গলবার (৮ অক্টোবর) বলেছেন, হিজবুল্লাহ ফিরে এসেছে। শিগগিরই নতুন মহাসচিব নির্বাচন করা হবে।
তিনি বলেন, 'হিজবুল্লাহ ফিরে এসেছে, আমাদের নের্তৃত্ব কাঠামো অক্ষত আছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোবে।'
কাসেম আরও বলেন, এছাড়া সব ডেপুটি এবং অন্যান্য কমান্ড পজিশনে থাকা ব্যক্তিদের মূল কমান্ডারদের পদে উন্নীত করা হয়েছে। অর্থাৎ, নেতৃত্ব কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।
এসময় তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তবে হিজবুল্লাহ কীভাবে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। অর্থাৎ, তিনি প্রতিরোধের গুরুত্ব তুলে ধরলেও, হিজবুল্লাহর যুদ্ধ চালানোর কৌশল বা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেননি।
এদিন তার বক্তব্য শুনে মনে হয়েছে, এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে বলে আশঙ্কা করছেন তিনি।
তিনি আরও জানান, তারা লেবাননের স্পিকার নাবিহ বেরির ওপর সম্পূর্ণরূপে আস্থা রাছেন। তারা বিশ্বাস করেন, স্পিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের পক্ষ নিয়ে আলোচনা করবেন।
কাসেম যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, তবে গাজায় কী ঘটবে প্রভৃতি বিষয় যুদ্ধবিরতির সঙ্গে সম্পৃক্ত। জীবিত থাকাকালীন এই বিষয়টিতেই সব সময় সবচেয়ে জোর দিতেন নাসরুল্লাহ।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি