শুধু নারী প্রযোজকের সাথেই কেন কাজ করেন ম্যাডোনা?
হলিউডের অন্যান্য শীর্ষস্থানীয় শিল্পীদের মতো এবার আসতে যাচ্ছে সঙ্গীতশিল্পী ম্যাডোনার বায়োপিক। তবে, বায়োপিকের এই খবরের পাশাপাশি অন্য যে বিষয়টি সবার নজরে এসেছে তা হচ্ছে- ম্যাডোনা এই সিনেমার প্রযোজনায় কাজ করা সকলেই নারী! কিন্তু এর কারণ কী?
বিনোদন শিল্পে চলা সেক্সিজমের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। এ কারণেই নিজের বায়োপিকে কোনো নারীর সাথে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন ম্যাডোনা।
ম্যাডোনার মতে, বেশিরভাগ পুরুষই 'মিসোজিনিস্ট' বা নারীবিদ্বেষী। এ কারণে নিজের বায়োপিকে তিনি একজন পুরুষের সাথেও কাজ করতে চান না।
তিনি বলেন, "আমাকে নিয়ে বায়োপিক নির্মাণের কথা অনেক আগে থেকেই চলছে। অনেকেই আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই মিসোজিনিস্ট।"
গত বছর জিমি ফ্যালন শো তে এসে বায়োপিক নিয়ে আলোচনার সময় এ কথা বলেন ম্যাডোনা।
"আমি ঠিক করলাম আমার গল্প আর কেউ বলবে না, আমি নিজেই বলবো আমার গল্প।"
জানা গেছে, ম্যাডোনার বায়োপিকের জন্য ২০১৬ সালে লেখা 'ব্লন্ড অ্যাম্বিশন' নামক স্ক্রিপ্টটি এখনো অর্থায়নের মুখ দেখেনি।
- সূত্র: মার্কা