কারিনা, প্রিয়াঙ্কাকে বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দিয়েছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা
রোববার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের 'ওয়ারেন বাফেট' খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালা। আচমকাই থেমে গেল ভারতীয় 'বিগ বুল'-এর দৌড়। শেয়ারবাজারের অঘোষিত এই সম্রাটের প্রতি বলিউডের ছিল এক অদ্ভুত আকর্ষণ।
একাধিক বলিউড ছবির প্রযোজক ছিলেন রাকেশ। তার ঝুলিতে ছিল, 'ইংলিশ ভিংলিশ', 'কি এ্যান্ড কা', 'শমিতাভ'-এর মতো ছবি। তিনি নাকি অভিনেতাদের বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দিতেও ভালবাসতেন।
ভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কারিনাকে তিনি বলেছিলেন, "সঞ্চয়ের জন্য শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। আমি আপনাকে বলব রোজগারের অনেকটা অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করুন, আপনারই লাভ হবে।"
প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও তার পরামর্শ নিয়েছিলেন। শেয়ার বাজারে সফল হওয়ার মন্ত্র প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন রাকেশ। তিনি বলেন "আগে এই বাজার সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা একান্ত প্রয়োজন। কত বিনিয়োগ করলে কত লাভ হতে পারে তা ছক কষে নেওয়াও জরুরি। সময় অনুযায়ী এই বাজারের চিত্র পরিবর্তিত হয়। নিজের বুদ্ধি দিয়ে বিচার করে এগোনো উচিৎ।"
- সূত্র- আনন্দবাজার পত্রিকা