উত্তরা ট্র্যাজেডি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
গত সোমবার উত্তরায় গার্ডার ধসে নিহত ৫ জনের প্রতিজনের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের (এসসি) আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম রিটটি করেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) এ ঘটনায় আরেকটি রিট দায়ের করা হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগুফতা আহমেদ।
সেইসঙ্গে রিটে জনসাধারণের চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নেরও আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে রিটের বিবাদী করা হয়েছে।
এর আগে গতকাল তিনজন আইনজীবী এ ঘটনা হাইকোর্টের নজরে আনলে হাইকোর্ট তাদের রিট করার পরামর্শ দেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
ব্যারিস্টার সৈয়দ মহসিব হোসেন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান এ বিষয়ে আদালতের কাছে সুয়োমোটো আদেশ চেয়েছিলেন। এর প্রেক্ষিতে আদালত তাদের রিট করার পরামর্শ দেন।
সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীমুদ্দিন এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়।
ঘটনার পরপরই হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়; এরা নবদম্পতি। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া (৫০), নববধূ রিয়ার মা ফাহিমা (৪৫), ফাহিমার বোন ঝর্ণা (২৮) এবং তার দুই শিশুসন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।
ঘটনার দিন মধ্যরাতে এ ঘটনায় চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এ মামলা করেন নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মন্ডল বাবু ।