জন্মদিনে কুমড়ার খোলে চড়ে ৩৮ মাইল নদী পাড়ি দিলেন মার্কিন নাগরিক!
নিজের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে এবং গিনেস রেকর্ড গড়ার উদ্দেশ্যে কুমড়ার খোলে চড়ে মিসৌরি নদীতে ৩৮ মাইল পাড়ি দিয়েছেন এক মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের বাসিন্দা ডুয়ানে হ্যানসেন বেলভিউর ফেরিঘাট থেকে সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করেন। নৌকা নয়, বরং ৮৪৬ পাউন্ড ওজনের এক বিশাল কুমড়ার খোল ছিল তার বাহন। এর মধ্যে বসেই বৈঠার সাহায্যে তিনি ৩৮ মাইল পাড়ি দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় নেব্রাস্কা শহরে এসে পৌঁছান। সিটি অব বেলভিউর ফেসবুক পোস্ট থেকে এ খবর জানানো হয়।
হ্যানসেন নিজেই বেলভিউর নগর কর্মকর্তাদের সাক্ষী হিসেবে থাকতে বলেন তার এই ভ্রমণে।
প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা ফেসবুক পোস্টে লিখেছেন, "সবাই বলে, দীর্ঘদিন চাকরিতে থাকলে কখনো কখনো আশ্চর্য ঘটনার দেখা মেলে, আজকের দিনটা ছিল তেমনই একটি দিন!"
বিশালাকৃতির কুমড়ার ফাঁপা খোলের পেছনে 'এসএস বার্টা' নাম লেখা ছিল এবং ভেতরে বসানো ছিল একটি কাপহোল্ডার। তবে হ্যানসেনের কুমড়ার নৌকার পেছনে পেছনে একটি ভালো নৌকা নিয়ে তাকে অনুসরণ করেছেন তার পরিবারের সদস্যরা, যাতে পথে কোনো বিপদাপদ হলে সাহায্য করতে পারেন।
এর আগে কুমড়ার খোলে করে সবচেয়ে দীর্ঘ ভ্রমণ ছিল ২৫.৫ মাইলের। ২০১৮ সালে এই রেকর্ড লেখানো হয়েছিল বলে জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর মুখপাত্র কাইলি গ্যালোওয়ে জানান, নতুন রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য হ্যানসেনের আবেদন জমা নিয়েছে গিনেস কর্তৃপক্ষ। তাদের নির্দেশিকা মেনে কাজটি সম্পন্ন হলে এবং যাচাই-বাছাইয়ের ধাপ পেরোতে পারলেই এটি নতুন রেকর্ড হিসেবে লেখা হবে।
নেব্রাস্কার সিরাকিউজের বাসিন্দা হ্যানসেন শখের বসে বিশালাকৃতির লাউ-কুমড়া ও অন্যান্য সবজি জন্মান বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন