নামিবিয়ার পর রূপকথা লিখলো স্কটল্যান্ডও
অঘটনের আসর হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে রূপকথা লেখে আফ্রিকার দেশ নামিবিয়া। দ্বিতীয় দিনেও থাকলো সেই ধারা, এবার অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলো আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড।
সোমবার হোবার্টে প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ১৬তম ম্যাচ খেলতে নেমেছিল স্কটিশরা। ক্যারিবীয়দের হারিয়ে পঞ্চম জয় তুলে নিলো স্কটল্যান্ড। পঞ্চম জয় হলেও সংক্ষিপ্ততম এই আসরে এটা তাদের অন্যতম সেরা জয়।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। ম্যাচসেরা জর্স মানসের দারুণ ইনিংসের পর আরও কয়েকটি ছোট ইনিংসে ৫ উইকেটে ১৬০ রান তোলে তারা। জবাবে মার্ক ওয়াট, মাইকেল লিস্কদের বোলিং তোপে অবিরত ধারায় উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ বেশি পথ পাড়ি দিতে পারেনি। ১১৮ রানে থামের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। ১৮.৩ ওভারে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
এই জয়ে নামিবিয়ার মতো স্কটল্যান্ডও একটি জায়গায় বাংলাদেশকে পেছনে ফেললো। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের মাত্র একটি জয়। নামিবিয়ার পর স্কটল্যান্ডও দুটি পূর্ণ সদস্য দেশকে হারানোর স্বাদ নিলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে বাংলাদেশকে হারানোর পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের স্বাদ নিলো তারা।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্সকে হারানোর পরও অবশ্য গুছিয়ে নিয়েছিল ক্যারিবীয়রা। এভিন লুইস ও ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে ৫.৪ ওভারে ৫৩ রান পেয়ে যায় তারা। কিন্তু পরের বলেই বিদায় নেন ১৩ বলে ১৪ রান করা লুইস।
এখান থেকে যে ভাঙনের সুর বেজে ওঠে, তা আর থামেনি। বল হাতে শাসন করে যান মার্ক ওয়াট, মাইকেল লিস্ক, ব্র্যাড হোয়েলরা। কিং ১৫ বলে ১৭ রান করেন। সবচেয়ে বেশি সময় ধরে লড়াই করা জেসন হোল্ডার ৩৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করেন। ওয়াট ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন হোয়েল ও লিস্ক। একটি করে উইকেট পান জশ ডেভে ও সাফিয়ান শরিফ।
এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডকে শুরু থেকে শেষ পর্যন্ত পথ দেখান ম্যাচসেরা মানসে। বাঁহাতি এই ওপেনার ৫৩ বলে ৯টি চারে হার না মানা ৬৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। এ ছাড়া মাইকেল জোন্স ২০, অধিনায়ক রিচি বেরিংটন ১৬, ক্যালাম ম্যাকলেওড ২৩ ও ক্রিস গ্রিভস ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। বাকি উইকেটটি পান ওডিন স্মিথ।