‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর হামলা চালিয়েছে এক ব্যক্তি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৮ অক্টোবর) হামলাকারী একটি হাতুড়ি দিয়ে পল পেলোসিকে আঘাত করে। হামলায় ডান হাত, বাহু ও মাথার খুলিতে আঘাত পাওয়া পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানা গেছে, হামলাকারী বাড়িতে ঢুকেই ন্যান্সি পেলোসিকে খুঁজেছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম ডেভিড ডিপেপে এবং তার বয়স ৪২ বছর। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, আততায়ী কাঁচের দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং চিৎকার করে জিজ্ঞেস করেন, "ন্যান্সি কোথায়?" হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন।
শুক্রবার বিকেলে পেলোসির মুখপাত্র বলেন, হামলাকারী ঘরে ঢুকে ৮২ বছর বয়সী পলকে আঘাত করেন, তাকে হুমকি দেন এবং ন্যান্সিকে খুঁজতে থাকেন।
পল পেলোসিকে জাকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আততায়ীর হামলায় তিনি মাথার খুলিতে আঘাত পাওয়ায় তার একটি সার্জারি করা হয়েছে। চিকিৎসকদের প্রত্যাশা, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সান ফ্রান্সিসকো পুলিশের প্রধান কর্মকর্তা উইলিয়াম স্কট জানান, তিনি শুক্রবার স্থানীয় সময় ২টা ২৭ মিনিটে শহরের প্যাসিফিক হাইটস এলাকা থেকে একটি ফোন কল পান। ঘটনাস্থলে গিয়ে তারা আহত পল পেলোসি ও আততায়ী ডেভিড ডিপেপেকে হাতুড়ি নিয়ে ধস্তাধস্তির অবস্থায় দেখতে পান। এরপর পুলিশ হামলাকারীকে পরাহত করে এবং আটক করে। পুলিশের ভাষ্যে, হামলাকারী চেয়েছিলেন ন্যান্সি বাড়িতে না ফেরা পর্যন্ত পল পেলোসিকে বেঁধে রাখতে।
ন্যান্সি পেলোসি দেশের অন্যতম প্রভাবশালী একজন রাজনীতিবিদ। তিনি ২০২১ সালে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসাবে চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হন। বাল্টিমোরে বেড়ে ওঠা ৮২ বছর বয়সী এই রাজনীতিবিদ ১৯৮৭ সাল থেকে কংগ্রেসে সান ফ্রান্সিসকো অঞ্চলের প্রতিনিধিত্ব করে আসছেন। তার স্বামী পল পেলোসি ফাইন্যান্সিয়াল নিজিং সার্ভিসেস ইনকর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা এবং একজন মাল্টিমিলিয়নিয়ার।