মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৫
যশোরের মণিরামপুরে একটি কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মণিরামপুর উপজেলায় বেগারীতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগারীতলা বাজারের পাশের টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তার স্কুল পড়ুয়া ছেলে তাওশি (৭), একই গ্রামের সামছুর রহমান (৭০), তৌহিদুল ইসলাম (২৮) ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় বেগারীতলার প্রায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস একত্রে উদ্ধার অভিযান চালায়।
কাভার্ড ভ্যানটি পুলিশ জব্দ করলেও এর চালক বা হেলপার পলাতক আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি প্রথমে রাস্তায় চাপা দেয় হাবিবুর ও তার ছেলেকে। পরে গাড়িটি রাস্তার পাশের কয়েকটি দোকান ভেঙে এলাকার দোকানি নুরুল আমিনের চা দোকানে বসে থাকা লোকজনকে চাপা দিয়ে হোটেলে এসে ধাক্কা দিয়ে আটকে যায়। ওইসময় সামছুর, তৌহিদুল ও জিয়াউর কাভার্ড ভ্যানের নিচে আটকা পড়ে।
দুর্ঘটনার পর এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে বেলা ১০টার দিকে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।