‘নিরাপত্তাহীনতায় ভোগে জাহ্নবী’, বোনের নামে এমন কেন বললেন অর্জুন কাপুর
ছোটবেলাটা একসঙ্গে না কাটলেও শ্রীদেবী মারা যাওয়ার পর সৎ বোন খুশি আর জাহ্নবীকে সামলে ছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তারপর থেকে ভালোই সম্পর্ক। বেশ কয়েকবার এই নিয়ে কথাও বলেছেন তারা প্রকাশ্যে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে বলতে শোনা যায়, তার বোন জাহ্নবীর নিজের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস কম ও মাঝে মাঝে নিরাপত্তাহীনতায় ভোগেন। সঙ্গে আরও বলেন জাহ্নবী এমনিতে খুব নির্ভীক। ঝুঁকি নিতে প্রস্তুত। সবচেয়ে বড় কথা প্রযোজক বনি কাপুরের মেয়ে হওয়া নিয়ে গর্ব করে না। এটাই তার বোনকে মাটির মানুষ করে রাখে।
বান্ধবী মালাইকা অরোরা সম্পর্কেও অর্জুন কথা বলেন এই সাক্ষাৎকারে। তাকে বলতে শোনা যায়, 'সুখের' একমাত্র কারণ 'মাল্লা'। আনন্দ নিয়ে ঘুমাতে যেতে পারেন এবং খুশি হয়ে জেগে উঠতে পারেন শুধু মালাইকার জন্যই।
অর্জুন ও জাহ্নবী দু'জনেই বনি কাপুরের সন্তান। অর্জুন বনির প্রথম স্ত্রী মোনা শৌরির ছেলে এবং জাহ্নবী হলেন বনির দ্বিতীয় স্ত্রী, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। বড় হওয়ার সময় এই দুই অভিনেতার মধ্যে সদ্ভাব ছিল না কিন্তু গত কয়েক বছরে ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষ করে শ্রীদেবীর হঠাৎ মৃত্যুর পর।
রাধিকা মদনের সঙ্গে সিনেমা 'কুত্তে'-র প্রচার করার সময়, অর্জুন সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে সৎ বোন জাহ্নবীকে নিয়ে কথা বলেন। অর্জুনের মতে, "...ও কার মেয়ে সে সম্পর্কে ভাবে না এবং এটা খুব গুরুত্বপূর্ণ। ওর ছবি বাছাই আকর্ষণীয়। আমি মনে করি ও এমন একটা সময়ে এসেছে যখন ওকে নির্ভীক হতেই হবে। আর জাহ্নবীও সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। একজন শিল্পীর এর চেয়ে সুন্দর গুণ আর হতেই পারে না। আজ ও 'মিলি' করেছে, 'গুঞ্জন সাক্সেনা' করেছে, যেগুলো খুব কঠিন সিনেমা ছিল।"
জাহ্নবী প্রসঙ্গে আরও বলেন, "আমরা দুজনে অনেক কথা বলি। পুরানো হিন্দি ফিল্ম থেকে শুরু করে ও কোন ধরনের সিনেমা করতে চায় সে সম্পর্কে কথা বলি। কাজের বিষয়ে কথা বলা নিয়ে আমাদের সমীকরণ খুব মজবুত।"
মালাইকার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অর্জুন বলেন, "আমরা দু'জনেই একে অপরের জীবনে খুব সুন্দরভাবে ফিট করি। ও হল আমার খুশি হয়ে ঘুমোতে যাওয়ার কারণ এবং খুশি হয়ে ঘুম থেকে ওঠারও।"
অর্জুনের সর্বশেষ ছবি 'কুত্তে' ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে৷ ছবিতে আরও অভিনয় করেছেন টাবু এবং রাধিকা মদন। জাহ্নবীকে পরবর্তীতে বরুণ ধাওয়ানের সঙ্গে 'বাওয়ালে' দেখা যাবে।