মেসির জার্সির চাহিদা তুঙ্গে, দাম উঠেছে ২৫ লাখ টাকা!
রিয়াদে সৌদি অলস্টারের বিপক্ষে খেলা চ্যারিটি ম্যাচের জার্সিগুলো নিলামে তুলেছে পিএসজি। যে টাকা উঠবে তার সবটাই দিয়ে দেওয়া হবে দাতব্য কাজে। স্বাভাবিকভাবেই পিএসজির বাকি খেলোয়াড়দের থেকে মেসির জার্সির চাহিদাই বেশি।
মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাব্য শেষ অধ্যায় লেখা হয়েছে সৌদি আরবের রিয়াদে। ম্যাচটি ৫-৪ গোলে জিতেছে পিএসজি। ম্যাচ শেষে নিজেদের খেলোয়াড়দের পড়া সব জার্সি নিলামের মাধ্যমে বিক্রি করছে ক্লাবটি।
নিলামে তোলা জার্সিগুলোর মধ্যে মেসির জার্সির দাম ইতোমধ্যে আকাশ ছুঁয়েছে। তবে এখানেই শেষ নয়, আরো বাড়বে মেসির জার্সির দাম। আরো ৮ দিন ধরে নিলাম চলবে জার্সিগুলোর।
মেসির এই জার্সিটির দাম শুরু হয়েছিল ৮৯ ডলার দিয়ে, যা বাড়তে বাড়তে ঠেকেছে ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ টাকা। ৮ দিন পরে এর দাম ছুঁতে পারে লাখ ডলারের বেশি।
এখন পর্যন্ত মেসির একটি জার্সি বিক্রি হওয়ার সর্বোচ্চ দাম ৪৭ হাজার ৩০০ ডলার বা প্রায় ৪৫ লাখ টাকা। রোনালদোর বিপক্ষে সম্ভাব্য শেষ মুখোমুখি লড়াইয়ের এই জার্সি যে সেই রেকর্ড সহজেই ভেঙে দিতে যাচ্ছে, সেটি বোধোহয় না বললেও চলছে।