তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প: ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ মাসের শিশু উদ্ধার
৬ দিন আগে, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া। গত দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজারের ওপর।
ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা আর নেই বললেই চলে।
তবে শনিবার দুই মাসের শিশু উদ্ধারের মতো অলৌকিক ঘটনা ঘটেছে তুরস্কের হাতায় প্রদেশে। এনডিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে শিশুটি।
শিশুটিকে নিরাপদে উদ্ধার করে আনার সময় উপস্থিত জনতা ও উদ্ধারকর্মীরা আনন্দে ফেটে পড়েন।
তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের ৫দিন পর আরও যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দুই বছরের একটি মেয়েশিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী এবং সত্তরোর্ধ্ব এক নারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান, তুরস্ক এবং সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।
এখন পর্যন্ত তুরস্কে ২২,৩২৭ জন এবং সিরিয়ায় সাড়ে তিন হাজারের ওপরে নিহতের খবর পাওয়া গেছে, যদিও শুক্রবারের পর থেকে সিরিয়ায় মৃতের সংখ্যা আপডেট করা হয়নি।