পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঝলমলে পারফরম্যান্স করেও ফরচুন বরিশালকে ফাইনালে নিতে পারেননি সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল। আপাতত বাংলাদেশের খেলা না থাকায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটিতে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন সাকিব। যদিও পিএসএলে সাকিবের খেলা নিয়ে তেমন আলোচনা ছিল না। তবে বিশেষ নিয়মে তাকে দলে নিয়েছে পেশাওয়ার। 'রিজার্ভ সাপ্লিমেন্টারি' হিসেবে সাকিবকে দলে নিয়েছে তারা। এক টুইট বার্তায় তাকে দলে ভোড়ানোর ব্যাপারটি জানিয়েছে পেশাওয়ার।
লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের মধ্যকার দারুণ এক লড়াই দিয়ে ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছে পিএসএলের অষ্টম আসর। মঙ্গলবার পেশাওয়ার তাদের প্রথম ম্যাচ খেলবে করাচি কিংসের বিপক্ষে। এই ম্যাচ থেকেই সাকিব 'অ্যাভেইলেবল' থাকবেন বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থাকায় পিএসএলে বেশি সময় থাকা হবে না সাকিবের। ২৬ ফেব্রুয়ারির পর দেশে ফিরবেন তারকা এই অলরাউন্ডার।
এর আগে পিএসএলে দুটি আসরে খেলেছেন সাকিব। ২০১৭ সালে পেশাওয়ারের হয়েই খেলেন তিনি। আরেকবার খেলেন করাচি কিংসের হয়ে। কোনো আসরেই উজ্জ্বল পারফরম্যান্স করা হয়নি তার। করাচির হয়ে ৮ ম্যাচে ১২৬ রান করেন সাকিব, উইকেট নেন ৩টি। পেশাওয়ারের হয়ে ৫ ম্যাচে তার রান ৫৪, পান ৫টি উইকেট।
এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্বার ছিলেন সাকিব। উইকেটে গিয়েই ঝড় তুলেছেন, খেলেছেন দারুণ সব ইনিংস। ১৩ ম্যাচের ১১ ইনিংসে ব্যাটিং করে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪১.৬৬ গড় ও ১৭৪.৪১ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন সাকিব, যা এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ। বল হাতে সেরা সময় না কাটলেও বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ১০টি উইকেট।