কামিন্সকে টপকে টেস্টের এক নম্বর বোলার অ্যান্ডারসন
বয়স তার ৪০ পার হয়ে ৪১ এ পড়েছে, এই বয়সে খেলা ছেড়ে কোচিং করেন কতশত খেলোয়াড়। আর তিনি দিব্যি খেলে যাচ্ছেন টেস্ট ক্রিকেট। শুধু খেলে গিয়েই ক্ষান্ত হননি, বোলারদের র্যাংকিংয়ে উঠে এসেছেন এক নম্বরে।
৪০ বছর ২০৬ দিন বয়সে সেরা বোলার হওয়া অ্যান্ডারসন ১৯৩৬ সালে ক্ল্যারি গ্রিমেটের পর সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হওয়া বোলার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৭ রানে জেতার পরই এই সুখবর পেয়েছেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে সিংহাসনচ্যুত করেছেন এই ইংলিশ কিংবদন্তি।
এই নিয়ে ষষ্ঠবারের মতো টেস্ট র্যাংকিংয়ের সেরা বোলার হলেন অ্যান্ডারসন। ২০০৩ সালের মে মাসে প্রথমবারের মতো এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
১৭৮ ম্যাচে ৬৮২ উইকেট নেওয়া অ্যান্ডারসনের সামনে টেস্ট ক্রিকেটে বেশি উইকেট নেওয়া খেলোয়াড় এখন মাত্র দুজন। অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরন।