পরের মৌসুমে রিয়ালেই থাকছেন আনচেলত্তি
কোনো দলের মূল লক্ষ্য যদি শিরোপা জেতা, তাহলে কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিলেই নিশ্চিন্তে থাকা যায় তিনি সেটি এনে দেবেন। নিজের বর্ণাঢ্য এবং দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি খুব কম জায়গাতেই শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছেন।
২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ১২ বছর এই ট্রফির দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তি এসে ভাঙেন সেই খরা। দীর্ঘ অপেক্ষার পর দশম বারের মতো ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা।
মৌসুমেও রিয়াল মাদ্রিদকে খুব একটা শক্তিশালী মনে হয়নি। কিন্তু সেই দল নিয়েই আনচেলত্তি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। সেই সাথে তিনি বনে যান চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা একমাত্র কোচ। যদিও তিনবার জেতা একমাত্র কোচও তিনিই ছিলেন।
এর আগে এসি মিলানের হয়ে ২০০৩ এবং ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এই ইতালিয়ান কোচ। ২০০৫ সালের ফাইনালে লিভারপুলের ঐতিহাসিক সেই জয় না হলে আরেকটি শিরোপা থাকতে পারতো তার। রিয়ালকে ২০১৮ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতান ৬৩ বছর বয়সী এই কোচ।
এবারও জয়ের পথে বেশ ভালোভাবেই এগোচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। লিভারপুলকে তাদেরই মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রেখেছেন বেনজেমা-ভিনিশিয়ুসরা। এর মধ্যেই কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ব্রাজিল আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চায়!
বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল এই কথা, কিছুটা মিইয়ে আসার পর এবার আনচেলত্তি নিজেই জানালেন সামনের মৌসুমেও রিয়াল মাদ্রিদে থাকার ব্যাপারে আশাবাদী তিনি, 'আমি শান্ত আছি। আমি জানি আমি সামনের মৌসুমে এখানেই থাকবো। আমার চুক্তি বৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই। আমার একমাত্র কাজ ম্যাচ জেতা।'
আনচেলত্তি রিয়ালে থাকলে তা লস ব্লাঙ্কোস ভক্তদের জন্য বড় সুসংবাদই বটে। ইতালিয়ান এই কোচের অধীনেই যে নিজেদের সেরা সময় পার করছে তাদের দল।