নেইমারকে ছাড়া দল বেশি ভারসাম্যপূর্ণ: পিএসজি কোচ
সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। গোড়ালির চোটে পড়ে মৌসুমের বাকি অংশ আর খেলা হচ্ছে না তার। সমালোচনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তাকে ছাড়াই পিএসজি ভালো খেলে, এমন মন্তব্য করেছেন অনেকেই।
বাইরের মানুষের কথা হিসেবে সেগুলো না হয় উড়িয়ে দেওয়াই যায়, কিন্তু দলের কোচ নিজেই যখন পরোক্ষভাবে বলেন তখন সেটি আর সাধারণ পর্যায়ে থাকে না।
নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির বাকি আরো তিন বছরেরও বেশি। কিন্তু যা পরিস্থিতি তাতে এই মৌসুমে শেষেই প্যারিস ছাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বরং ঘটনাপ্রবাহ সেদিকে এগোচ্ছে।
কিছুদিন আগে দুয়েকজন ফুটবল বিশেষজ্ঞ মতামত দিয়েছেন, নেইমারকে ছাড়াই পিএসজি আরো ভালো খেলে। মেসি-এমবাপ্পে জুটি নেইমারকে ছাড়া বেশি কার্যকরী বলেও দাবি ছিলো তাদের।
এবার সেই দলে শামিল হলেন স্বয়ং পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তবে সরাসরি নেইমারের অনুপস্থিতিকে শাপে বর বলেননি তিনি, পরোক্ষভাবে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া তার দল বেশি ভারসাম্যপূর্ণ।
বায়ার্নের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, 'আমি এই বিষয়ে বেশ তর্ক-বিতর্ক দেখতে পাচ্ছি। নেইমারকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য বড় ক্ষতি। তাকে ছাড়া কী আমরা বেশি ভারসাম্যপূর্ণ্য? হ্যাঁ।'
তবে নেইমারকে না পাওয়ার কারণে যে গোল করার ক্ষেত্রে দলের ক্ষতি হয়েছে সেটিও জানিয়ে দিয়েছেন পিএসজি কোচ, 'নেইমার না থাকাতে ভালো হয়েছে কী? আমি বলব সে থাকলে আমাদের গোল করার সম্ভাবনা বেড়ে যেতো।'
পরোক্ষভাবে পিএসজি কোচের এমন মন্তব্যের পর নেইমার কী প্রতিক্রিয়া জানান সেটিই এখন দেখার বিষয়।