২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দিতে পিএসসির সুপারিশ
মহামারি করোনাভাইরাসের চিকিৎসা দিতে নতুন করে আরও ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভায় এই সুপারিশ অনুমোদন করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন জানান, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৯তম পরীক্ষার নন-ক্যাডার তালিকা থেকে চিকিৎসকদের এবং সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে এই নার্সদের নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
গিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে বহু চিকিৎসক ও নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অনেকেই কোয়ারেন্টিনে আছেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য সেবা চালিয়ে নিতে আরও চিকিৎসক এবং নার্স নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।