নিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চাননি প্রিয়াঙ্কা! কারণ জানালেন অভিনেত্রী
২০১৬ সালে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে যোগাযোগ শুরু হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। নিকই প্রথম টুইটারে টেক্সট করেন এবং এরপরে ফোন নম্বর বিনিময় করেন তারা। দুই তারকা প্রথম দেখা করেন ২০১৭ সালে এবং এক বছর পর ২০১৮ সালে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন 'নিকইয়াঙ্কা' জুটি। ২০২২ সালে এই দম্পতি সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা-বাবা হন।
নিকের সঙ্গে বিয়ের পর থেকে প্রিয়াঙ্কাকে যুক্তরাষ্ট্রেই থিতু হতে দেখা গেছে। বলিউড ছেড়ে এখন হলিউডে ক্যারিয়ার গড়ার দিকেই বেশি মনোযোগী তিনি।
ড্যাক্স শেফার্ডের পডকাস্ট শো আর্মচেয়ার এক্সপার্টে প্রিয়াঙ্কা নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা তথ্য প্রকাশ করেন। এই শো'তে পিসি বলেন, ''নিক টুইটারে আমাকে ডিএম করেছিলেন। আমি তখন একটা টালমাটাল সম্পর্কের মধ্যে ছিলাম। সেটা ছিল ২০১৬ সাল। আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল, যারা চায়নি আমি আর আগের সম্পর্কে থাকি। ওদের মত ছিল, আমার আর নিকের দেখা করা উচিত।'
অভিনেত্রী বলে চলেন, "নিকের ভাই (কেভিন জোনাস) কোয়ান্টিকো পছন্দ করতেন। আমি এ ব্যাপারে সত্যিই খুশি যে তিনিই নিককে বলেছিলেন আমাকে কল করতে। নিক আমাকে ডিএম করে। আমি শুধু বলেছিলাম, তুমি এখানে আমাকে কেন ম্যাসেজ করলে। আমার সোশ্যাল টিম এগুলো পড়বে। ওর জবাব ছিল, 'হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে তোমার নম্বর দিতে পারো।' এরপরে আমরা নম্বর বিনিময় করি। তবে সেসময় আমি এই ব্যাপারটাকে বেশি দূর এগোতে চাইনি।"
নিক সম্পর্কে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা স্পষ্ট করে দেন যে, স্বামীকে জানার দুই মাস পরেই তাঁরা বাগদান সেরে নেন। প্রিয়াঙ্কাকে এরপর প্রশ্ন করা হয় তিনি কি লং টার্ম সম্পর্কে বিশ্বাসী?
এর জবাবে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, আমি সব সিরিয়াস সম্পর্কেই টানা ছিলাম। ৫/৬ বছর গড়ে। যখন ২০১৬ সালে নিক আমাকে প্রথম ম্যাসেজ করে, তখন আমি শেষ যে সম্পর্কে ছিলাম সেটাও অনেকদিনের। টালমাটাল অবস্থা তখন। আমি তাই নিকের সঙ্গে জড়াতে চাইনি। কারণ আমার বয়স ৩৫ আর ওর ২৫।"
'বরফি' অভিনেত্রীর ভাষ্যে, "আমি আসলে তখন থিতু হতে চেয়েছিলাম। কারণ মজার দিন কাটানো হয়ে গেছে আমার। সেটা নিককেও বলেছিলামও। আসলে বুঝিনি ২৫ বছর বয়সী ছেলেটার শরীরে আটকে থাকা বরটিকে আমি পেয়ে গিয়েছি।"
প্রিয়াঙ্কা জানান, ২০১৬ সাল থেকে টুকটাক বার্তা বিনিময়ের মাধ্যমে নিক আর প্রিয়াঙ্কার যোগাযোগ ছিল। এরপর মেট গালার সময় প্রথম দেখা হয় তাদের। উভয়ই অবিবাহিত ছিলেন এবং কাপল হিসেবে রাল্ফ লরেন-এর পোশাক পরেন। প্রিয়াঙ্কা জানান, সেদিনটা দুজনেই খুব মজা করেন মেট গালায় এবং নিক তাকে তার পোশাকটি পরতে সাহায্যও করেন।
প্রিয়াঙ্কাকে আগামীতে ড্রামা সিরিজ 'সিটাডেল'-এ দেখা যাবে। এবছরের শেষের দিকে স্যাম হিউগেন এবং সেলিন ডিওনের সঙ্গে 'লাভ এগেন'-এ দেখা যাবে তাকে। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ফারহান আখতারের সিনেমা 'জি লে জারা'-তেও কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার।