বঙ্গবাজার অগ্নিকাণ্ড: সাময়িক বন্ধ থাকার পর আবারো চালু হলো ৯৯৯ পরিষেবা
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর সন্ধ্যারাত ৭:২০ ঘটিকা থেকে পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ আছে বলে জানানো হয়।
এসময় জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানায় পুলিশ হেডকোয়ার্টার্স।
আজ ভোর ছয়টার দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, দ্রুতই তা এনেক্সকো টাওয়ার ও পুলিশ সদর দপ্তরসহ পাশের ভবনগুলো ছড়িয়ে পড়ে। এতে সদর দপ্তরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।