লিভারপুলের দুঃস্বপ্নের মৌসুমেও আপন আলোয় উজ্জ্বল সালাহ
২০১৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে মোহামেদ সালাহকে লিভারপুলে নিয়ে আসেন জুর্গেন ক্লপ। তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব চেলসিতে টিকতে না পারা সালাহকে ক্লপ কী দেখে নিয়ে আসলেন! সেই প্রশ্নের উত্তর জার্মান কোচকে দিতে হয়নি, কারণ সালাহ নিজেই যে সবকিছুর জবাব দিয়েছেন।
লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগের গোলের নতুন নতুন মাইলফলক করে নিয়েছেন নিজের নামে। এই মৌসুমেও দল ভালো অবস্থায় না থাকলেও সালাহ নিজের আলোয় উজ্জ্বল।
মাত্র ৪০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকায় সালাহকে দলে ভেড়ায় লিভারপুল। প্রথম মৌসুমেই করেন ৫২ ম্যাচে ৪৪ গোল। যার মধ্যে প্রিমিয়ার লিগেই ৩২ টি। যা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। আর্লিং হলান্ড হয়তো এটি শীর্ঘ্রই নিজের নামে করে নেবেন, তবে তাতে সালাহর কৃর্তিত্ব কমবে না এতটুকুও।
এরপর প্রথম মৌসুমের মতো না হলেও নিয়মিতই গোল উপহার দিয়েছেন সালাহ। মনে রাখা ভালো, সালাহ কিন্তু স্ট্রাইকার নন, উইঙ্গার হিসেবে খেলে ৪৪ গোল করা তাই অনেক বড় অর্জনই বটে। এরপর ধারাবাহিকতা ধরে রেখে প্রতি মৌসুমেই কমপক্ষে ২০ গোল করেছেন এই মিশরীয়ান তারকা।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোল করে লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন সাত নম্বরে তিনি। ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে। লিভারপুলের হয়ে গোলের ব্যক্তিগত প্রায় সব রেকর্ডই সালাহর দখলে।
ক্লাবটির হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতা, ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করেছেন তিনি। একমাত্র লিভারপুল খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের কমপক্ষে চার মৌসুমে ২০ গোল করার কীর্তিও তার। যেটি বেড়ে যেতে পারে এই মৌসুম শেষে, এখন পর্যন্ত ১৬ টি গোল করেছেন সালাহ।
লিভারপুলের দীর্ঘ প্রতিক্ষার শিরোপা খরাও কেটেছে সালাহর হাত ধরেই। ক্লপের দলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন বাঁ পায়ের এই জাদুকরী খেলোয়াড়।
দল হিসেবে লিভারপুলের এই মৌসুম একেবারেই ভালো যায়নি। প্রিমিয়ার লিগে এখন তারা আছে সপ্তম স্থানে। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনেকটা অনিশ্চিত। তবে সালাহ নিজের জায়গায় আছেন দোর্দন্ড প্রতাপেই। ৪৪ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন, ছাড়িয়ে যেতে পারেন গত দুই মৌসুমে করা ৩১ গোলকে। অর্থাৎ, দলের খারাপ সময়েও নিজের তারকাদ্যুতি ছড়িয়ে গিয়েছেন মোহামেদ সালাহ।