ভারতে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে নিজেদের দল পাঠাবে না পাকিস্তান, নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শুধু তাই নয়, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন না করা হলে টুর্নামেন্টই খেলবে না তারা।
সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। ভারত সেখানে দল পাঠাবে না তা আগেই নিশ্চিত করেছে বিসিসিআই। এবার তার পালটা জবাব দিলো পাকিস্তান, বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পিসিবি।
রাজনীতির ময়দানে দুই দেশের দা-কুমড়ো সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে তারা। এর জেরেই কিনা পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয়।
এই ঘোষণা দিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, 'পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আমরা শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে রাজি আছি।'
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই দাবি পিসিবি চেয়ারম্যানের, 'নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই আমাদের। আমরা ভারতের বিপক্ষে তো বটেই, অন্যান্য দলের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে দিতে পারি। আমরা আমাদের দিক থেকে ছাড় দিতে রাজি।'
বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডকেও একহাত নিয়েছেন শেঠি। এসিসির সভায় বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ প্রশ্ন করেছিলেন, পাকিস্তানে খেলতে কারোর আপত্তি আছে কিনা। তখন কেউই দ্বিমত পোষণ করেননি। কিন্তু এরপরই আবার বেঁকে বসে বিসিবি ও এসএলসি।
যা নিয়ে শেঠির বিষেদাগার, 'ভারত যদি নিজেদের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এসিসির কোনো প্রয়োজন নেই।'