নির্বাচনে অংশ নিলে লাভবান হতো বিএনপি: আ.লীগের খায়রুজ্জামান
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে বিএনপি লাভবান হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহীর স্যাটেলাইট টাউন হাইস্কুলে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে খায়রুজ্জামান লিটন বলেন, "বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। এতে তারা নিজেদের অবস্থান সম্পর্কে বুঝতে পারতো।"
খায়রুজ্জামান লিটন বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
"কমপক্ষে ৬০ শতাংশের মতো ভোট পড়বে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকে ভোট দেবেন," যোগ করেন তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অস্বস্তিতে আছেন কি না এমন প্রশ্নের জবাবে খায়রুজ্জামান বলেন, "সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে অস্তিত্বে ভোগার কারণ নেই। তবে বিএনপি নির্বাচনে এলে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।"