এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-তেজগাঁও অংশ চালু হবে সেপ্টেম্বরে: ওবায়দুল কাদের
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১১ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর-তেজগাঁও অংশ এ বছরের সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
তবে, এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবেনা।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (৮ জুলাই) প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, "আমরা আশা করছি বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই সেপ্টেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই অংশের উদ্বোধন করবেন।
"আমাদের লক্ষ্য হলো হাতিরঝিল অংশসহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে এ বছর ফার্মগেট পর্যন্ত সম্প্রসারণ করা। হাতিরঝিলের চারপাশের অংশের পরিবর্তনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে," জানান তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন এবং তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, "গাজীপুর থেকে যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে এবং এটি দিয়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় যেতে পারবে। এতে ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতি হবে, চাপ কমবে।"
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকেও এর সঙ্গে যুক্ত করা হবে বলে জানান তিনি।