প্রধানমন্ত্রীর ভোটের আগেরদিন থাইল্যান্ডের পিটা’র জন্য বড় দুই ধাক্কা
বুধবার (১২ জুলাই) বড়সড় হোঁচট খেয়েছেন থাই প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী পিটা লিমজারোয়েনরাত। তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ গতি লাভ করেছে এদিন। ফলে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটের আগে এ পদের দৌড় থেকে ছিটকে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য।
পিটার সমর্থকেরা এদিন বিক্ষোভের ডাক দিয়েছেন। এ সমর্থকগোষ্ঠীর বেশিরভাগ তরুণ যারা থাই রাজনীতিতে রাজকীয় সামরিক বাহিনীর সম্পৃক্ততার বিরোধী। ফলে এখন দুই দশকের বিভক্ত থাই রাজনীতিতে নতুন করে আবারও অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
সাংবিধানিক আদালত জানান, পিটা এবং নির্বাচনে বিজয়ী তার মুভ ফরওয়ার্ড পার্টির বিরুদ্ধে একজন আইনজীবীর দায়ের করা একটি অভিযোগ গ্রহণ করেছেন তারা।
ওই অভিযোগে বলা হয়েছে, রাজতন্ত্রের অবমাননা রোধকারী একটি আইনে সংস্কার আনতে মুভ ফরোয়ার্ড পার্টির পরিকল্পনা 'রাষ্ট্রপ্রধান হিসেবে রাজাসহ গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে উৎখাত করার' একটি প্রচেষ্টা।
পিটার মুভ ফরওয়ার্ড পার্টির অন্যতম এজেন্ডা হচ্ছে দেশটির ফৌজদারী অপরাধ দণ্ডবিধির ১১২ অনুচ্ছেদ বিলোপ করা। কেউ থাই রাজতন্ত্রকে অবমাননা করলে তার জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে এ অনুচ্ছেদে।
আদালত নতুন মামলা ঘোষণা করার পর একটি টেলিভিশন সাক্ষাৎকারে পিটা জোর দিয়ে বলেন, ১১২ অনুচ্ছেদ সংশোধন করার জন্য তার দলের প্রস্তাব রাজতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা নয়।
এছাড়া নতুন এ মামলার কথা ঘোষণার কয়েক ঘণ্টা আগে সাংবিধানিক আদালত যেন পিটাকে একজন আইনপ্রণেতা হিসেবে অযোগ্য ঘোষণা করেন তার সুপারিশ করেছিল থাইল্যান্ডের নির্বাচন কমিশন।
পিটার বিরুদ্ধে আরেকটি অভিযোগে বলা হয়, একটি মিডিয়া কোম্পানিতে পিটার শেয়ারের মালিকানা থাকায় তা নির্বাচনী নিয়মের বিরোধী এবং এ কারণে ১৪ মে সাধারণ নির্বাচনে অংশ নিতে পিটা অযোগ্য ছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি পিটার বিরুদ্ধে এ অভিযোগের ভিত্তি খুঁজে পেয়েছে।
প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টে যথেষ্ট সমর্থন জোগাড় করার জন্য অবস্থাদৃষ্টে এখন মনে হচ্ছে পিটাকে অবশ্যই সিনেটের রক্ষণশীল সদস্যদের সমর্থন পেতে হবে।
পিটা বলেছেন, তাকে অযোগ্য ঘোষণা করার নির্বাচন কমিশনের সুপারিশ অন্যায্য এবং তিনি এ সুপারিশ উত্থাপনের সময় নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি সাংবাদিকদের বলেন, 'এটা একটু তাড়াহুড়ো করে করা হয়েছে, প্রধানমন্ত্রীর ভোটের একদিন আগে। এটা হওয়া উচিত ছিল না।'
থাইল্যান্ডের নির্বাচনে পিটার দল মুভ ফরোয়ার্ড পার্টি পপুলিস্ট ফেউ থাই পার্টিকে ১০ আসনে হারিয়েছে — যদিও সবাই প্রত্যাশ্যা করেছিল শেষ পর্যন্ত ফেউ থাই পার্টিই জয়লাভ করবে।
কাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নির্বাচনের পর দুই পক্ষ নতুন জোট সরকার গঠনের আশা করছে।