বাংলাদেশের তিনটিসহ বিশ্বকাপের ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তনের আলোচনা শুরু হয় কদিন আগে, অবশেষে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। অনুমিতভাবেই বদল এসেছে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে। পাশাপাশি আরও ৮টি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে, এর মধ্যে তিনটি ম্যাচ বাংলাদেশের ম্যাচ। বুধবার সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি।
বিশ্বকাপ শুরুর দুই মাসেরও কম সময় আগে ৯টি ম্যাচে পরিবর্তন আনা হলো। পরিবর্তনের কারণ হিসেবে কিছুই উল্লেখ করা হয়নি। মূলত ধর্মীয় উৎসবের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন ভারতে দুটি ধর্মীয় উৎসব আছে, এ কারণেই সূচি পরিবর্তন দাবি জানানো হয়েছিল।
আলোচনায় ছিল না বাংলাদেশের কোনো ম্যাচ। তবু ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর সময় সূচিতে বদল আনা হয়েছে। ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচের তারিখে পরিবর্তন আসেনি, দিবারাত্রির ম্যাচ হয়ে গেছে দিনের ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি, কিন্তু ম্যাচটি শুরু হবে ১১টায়।
চেন্নাইয়ে ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। এই ম্যাচের তারিখ ও সময়; দুটিতেই পরিবর্তন এসেছে। একদিন এগিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। আগের সূচি অনুযায়ী এটা দিনের ম্যাচ ছিল, শুরু হওয়ার কথা ছিল ১১টায়। কিন্তু দিবারাত্রির ম্যাচ হবে, শুরু হবে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুনেতে ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। এই ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে, ১১ নভেম্বর অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়নি, এটা দিনের ম্যাচই আছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ ছিল ১৫ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির কারণে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ছিল ১৪ অক্টোবর। ম্যাচটি একদিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ১২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুদিন এগিয়ে ম্যাচটি হবে ১০ অক্টোবর।
লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজিত হবে ১২ অক্টোবর। ইডেনে ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটি একদিন এগিয়ে ১১ নভেম্বর হবে। ১২ নভেম্বর কালিপূজার কারণে কলকাতা পুলিশ ইডেনে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল। বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ১১ নভেম্বরের বদলে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।