হাসপাতালে এসকেএফের রেমডেসিভির সরবরাহ শুরু
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির বাজারজাত করার অনুমোদন পেয়েছে। ওষুধ প্রশাসন রোববার এই অনুমোদন দেয়।
এসকেএফ উৎপাদিত রেমডেসিভিরের বাণিজ্যিক নাম 'রেমিভির'। ইতোমধ্যেই ১৩টি হাসপাতালে এই ওষুধ সরবরাহ করা হয়েছে বলে এসকেএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, করোনাভাইরাস মহামারি থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে, এর চিকিৎসা সহজলভ্য করতে এসকেএফ কাজ করছে। সে লক্ষেই রেমডেসিভির গ্রুপের ওষুধ রেমিভির উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।