করোনামুক্ত নিউজিল্যান্ড, শেষ রোগী হাসপাতাল ছেড়েছে
নিউজিল্যান্ডে হাসপাতালে থাকা করোনা আক্রান্ত শেষ রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই প্রথম দেশটির কোন হাসপাতালে একজনও করোনা রোগী নেই।
বুধবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমানে দেশের কোন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত আর একজন রোগীও নেই। সর্বশেষ মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ জন, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।"
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। এছাড়াও গত পাঁচদিনে কোন রোগী নতুন করে আক্রান্ত হননি।
এদিকে টানা ২ মাস লকডাউনে থাকার পর গত ১৪ মে থেকে রেস্তোরাঁ, দোকানপাট ও সিনেমা হলসহ সমাজের প্রায় সবকিছুই খুলে দেওয়ার ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন।