অগ্নিকাণ্ডে কৃষি মার্কেটের দুই শতাধিক দোকান পুড়ে গেছে: ডিএনসিসি সিইও
বৃহস্পতিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রাজা।
তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'আমরা মার্কেটে ৩১৭টি দোকানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছিলাম কিন্তু এর মধ্যে ২১৭টি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, 'আমরা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একটি তালিকা তৈরি করেছি এবং আমরা তাদের সহায়তা করব।'
এদিকে জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে তালিকা পেলে সহায়তা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে ব্যাপক আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে ১৭টি দমকল ইউনিট কাজ করেছে। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।