বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার স্ত্রী
মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত হওয়া মিনিয়াপলিস পুলিশ অফিসার ডেরেক শভিনের স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন।
এবিসি নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
কেলি শভিনের অ্যাটর্নি এবিসি নিউজকে জানান, ফ্লয়েডের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন কেলি।
শুক্রবার কেলি শভিনের আইনজীবীর পাঠানো পূর্ণ বিবৃতি ছিল এরকম:
"আজ সন্ধ্যায় আমি কেলি শভিন ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। জর্জ ফ্লয়েডের মৃত্যুতে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন। ফ্লয়েডের পরিবার, তার প্রিয়জন এবং এই মর্মান্তিক ঘটনায় শোকগ্রস্ত প্রত্যেকের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই ডেরেক শভিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন কেলি। যদিও ডেরেক শভিনের সঙ্গে তার বিয়ে থেকে কোনও সন্তান নেই, তিনি শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করেছেন যে এই কঠিন সময়ে কেলির আগের পক্ষের সন্তান, তার বয়স্ক বাবা-মা এবং তার পরিবারকে সুরক্ষা এবং গোপনীয়তা দেওয়া হোক।"
গত সোমবার (২৫ মে) হ্যান্ডকাফ পরা ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট চেপে ধরে থাকেন মিনেসোটার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন।
মিনেসোটার ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার জন হ্যারিংটন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ডেরেকের বিরুদ্ধে তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি গণহত্যা করার অভিযোগ আনা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কৃষ্ণাঙ্গকে পুলিশ যে অত্যাচার করেছে তা পথচারীরা মোবাইল ফোনে রেকর্ড করেন।
সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা ফ্লয়েডের নামে শ্লোগান দিচ্ছে এবং বলছে 'আমি শ্বাস নিতে পারছি না'।
এ ঘটনায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে তাত্ক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে গতকালের আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
প্রাথমিক ভাষ্যে পুলিশ জানায়, ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে সোমবার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা ফ্লয়েডকে গাড়ি থেকে নেমে সরে যেতে বললে তিনি কর্মকর্তাদেরকে বাধা দেন এবং গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন।
যদিও ভিডিওতে এমন কিছু দেখা যায়নি। এ ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।