করোনামুক্ত নিউজিল্যান্ড, আনন্দে নাচলেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত শেষ রোগীটিও আরোগ্য লাভের পর আজ সোমবার থেকে নিউজিল্যান্ডে সকল প্রকার সামাজিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। এই সাফল্যের সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই আনন্দে নিজের শোবার ঘরে একাকি কিছুক্ষণ নেচেছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।
নিউজিল্যান্ডের অভ্যন্তরে সামাজিক দূরত্বের কড়াকড়ি কমলেও, সীমান্ত কড়াকড়ি অব্যাহত রয়েছে। তবে আর্ডেন জানিয়েছেন, এখন সামাজিক দূরত্ব এবং জনসমাগম এড়িয়ে চলার মতো সতর্কতা মেনে চলার আর কোনো প্রয়োজন নেই।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, নিউজিল্যান্ড থেকে এবারের মতো ভাইরাসের চিহ্ন মুছে ফেলা হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কিউইরা (নিউজিল্যান্ডবাসী) যেভাবে ঐক্যবধ্য হয়েছিলেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে মাত্র ৫০ লাখ মানুষ বসবাস করেন। এদের মধ্যে এক হাজার ১৫৪ জন করোনায় আক্রান্ত হন। আর মারা যান ২২ জন। তবে গত ২২ দিনে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত এক সপ্তাহ ধরে মাত্র একজন রোগীই করোনায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি সেরে উঠলে দেশটি ভাইরাসের মরণ ছোবল থেকে মুক্তি পায়।
আর্ডেন আরও বলেন, টানা ৭ সপ্তাহের লকডাউন চলাকালে নিউজিল্যান্ডবাসী বিপুল আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। সংক্রমণ হার কমিয়ে আনতে দেশবাসীর এই সংযম অতুলনীয়। তাদের অবদানের কারণেই দেশ করোনামুক্ত হয়েছে।