অবশেষে সীমিত আকারে হজের সিদ্ধান্ত
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে ২০২০ সালের হজ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।
সোমবার (২২ জুন) দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ। এতে কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না বলেও জানানো হয়।
সম্প্রতি মক্কার প্রায় ১৫শ' মসজিদ খুলে দেয়ার পরই হজ নিয়ে আশাবাদী হয়ে ওঠেন দেশটির সাধারণ মানুষ।