পাকিস্তানের আরও সাত ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত
পাকিস্তান ক্রিকেটে ভালোভাবেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আরও সাতজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে ১০জন পাকিস্তানি ক্রিকেটার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার পিসিবি জানায়, তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত। তারা হলেন শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী করোনায় আক্রান্ত। একদিন পরই আরও ৭ জন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলো পিসিবি।
মোট ৩৫ জনের করোনা টেস্ট করিয়েছিল পিসিবি। এরমধ্যে সাতজন ক্রিকেটার ও একজন মাসাজম্যান কোভিড-১৯ পজিটিভ।
আক্রান্ত ক্রিকেটাররা হলেন ফকর জামান, ইমরান খান, কাশিফ ভাটি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এ ছাড়া মাসাজম্যান মালাং আলী করোনা আক্রান্ত হয়েছেন। করাচি, লাহোর ও পেশোয়ারে এসব পরীক্ষা করানো হয়েছে।
অন্যান্য ক্রিকেটাদেরও করোনা টেস্ট করানো হয়েছে। এদের মধ্যে যাদের ফল নেগেটিভ এসেছে তারা হলেন আবিদ আলী, আসাদ শফিক, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।
এরআগে রাওয়ালপিন্ডিতে ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারিরও করোনা টেস্ট করানো হয়েছিল। এই দুই ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে। অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক, বোলিং কোচ ওয়াকার ইউনিস ও ফিজিওথেরাপিস্ট ক্লিক ডিকনের এখনও করোনা টেস্ট করানো হয়নি।