করোনার চেয়েও বেশি লোক মারা যেতে পারে ক্ষুধায়, অক্সফামের সতর্কতা
করোনাভাইরাসের কারণে যতো মানুষ মারা যাবে তার চেয়েও বেশি মানুষ মারা যেতে পারে এরফলে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্যের অভাবে।
এই প্রেক্ষিতে সবাইকে সতর্ক করে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি বলছে, করোনার প্রাদুর্ভাব ক্ষুধা সংকটকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষুধায় প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে।
দ্য হাঙ্গার ভাইরাস' শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির কারণে সাহায্য-সহায়তা কমে যাওয়া, ব্যাপক বেকারত্ব, খাদ্য উৎপাদন এবং সরবরাহ ব্যাহত হওয়ার কারণে চলতি বছর প্রায় ১২ কোটি ২০ লাখ মানুষ অনাহারে পড়তে পারে।
এ প্রতিবেদনে করোনার কারণে সীমান্ত ও সীমান্ত দিয়ে খাবারের সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি খাদ্য সংকটে থাকা কয়েকটি দেশকে 'হাঙ্গার হটস্পট' হিসেবে চিহ্নিত করা হয়। এরমধ্যে রয়েছে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া এবং দক্ষিণ সুদান।
এই প্রতিবেদনে আরও বলা হয়, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মতো মধ্যম আয়ের দেশগুলোতেও মহামারির কারণে মানুষ না খেয়ে থাকার মত পর্যায়ে চলে যাচ্ছে।
অক্সফামের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক চেমা বেরা বলেন, বিশ্বে সংঘাত-সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, অসমতা এবং ভেঙে পড়া খাদ্য ব্যবস্থার সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করা মানুষকে এখন এর ওপর আরেক বিপদ কোভিড-১৯ এর ধাক্কা মোকবেলা করতে হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন দেশের সরকারকে এই প্রাণঘাতী ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং একইসঙ্গে এ মহামারী যাতে অনাহারে আরও বেশি মানুষের মৃত্যুর কারণ না হতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়াটাও জরুরি।