ক্বাবা ঘরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ব্যবহৃত হয় ৫৪ হাজার লিটার জীবাণুনাশক
হজ মৌসুমে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে মুসলমানদের অন্যতম ধর্মীয় পবিত্র স্থান সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের পরিচ্ছন্নতায় প্রতিদিন ৫৪ হাজার লিটার জীবাণুনাশক ব্যবহার করা হয়।
দেশটির গণমাধ্যম আল-আরাবিয়্যার এক প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই পরিচ্ছন্নতা কাজের জন্য সাড়ে তিন হাজার জনবল নিয়োজিত আছে যারা দৈনিক ১০বার মসজিদটিকে জীবাণুমুক্ত করার কাজ করেন।
মসজিদুল হারামের কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতায় নিযুক্ত এই সাড়ে তিন হাজার কর্মী ৯৫টি অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা মসজিদ পরিষ্কার করেন।
মহামারি করোনারভাইরাসের কারণে চলতি বছর সৌদি আরবে অবস্থান করা ১০ হাজার মানুষকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়।
এবার হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের সময় হাজীরা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলেন।