পৃথিবী থেকে ১২০০ কোটি আলোকবর্ষ দূরে ‘শিশু’ মিল্কিওয়ে আবিষ্কার
পৃথিবী থেকে ১ হাজার ২০০ কোটি আলোকবর্ষ দূরে শিশু মিল্কিওয়ে গ্যালাক্সির সোনালী আলোয় ঝলমল বলয় শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তারা এ ঘোষণা দিয়ে জোর্তিবিজ্ঞানীরা বলেন, নবজাতক নক্ষত্রমালার এই গ্যালাক্সি সিস্টেম 'বিস্ময়করভাবে স্থিতিশীল' যা এই মহাবিশ্বের প্রথম দিকের ঘটনাবলী বোঝার জন্য আমাদের সামনে একটি চ্যালেঞ্জ।
এই আবিষ্কারের সঙ্গে যুক্ত ইউরোপিয়ান সাউথদার্ন অবজারভেটরি (ইএসও) বলেছে, SPT0418-47 নামের এই শিশু গ্যালাক্সিটি এতো দূরে যে, সেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কয়েক'শ কোটি বছর লেগেছে এবং আমরা যে ছবি পেয়েছি সেটা সেই সুদূর অতীতের।
তারা আরও বলছে, এই নবজাতক গ্যালাক্সির ছবি তখনকার যখন মহাবিশ্বের বয়স হয়েছিল ১৪০ কোটি বছর, যা বর্তমান মহাবিশ্ব ও গ্যালাক্সিসমূহ গঠনের বয়সের মাত্র ১০ শতাংশ।
ইএসও এর একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এপির ওই খবরে আরও বলা হয়েছে, চিলিতে অবস্থিত ব্যাপক ক্ষমতা সম্পন্ন আলমা রেডিও টেলিস্কোপ গ্রাভিটেশনাল লেন্সিং সিস্টেম ব্যবহার করে এই 'শিশু' গ্যালাক্সির ছবি ধারণ করা হয়।
"আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঘুর্ণায়মান ডিস্ক এবং স্ফিতির বৈশিষ্ট্যের সঙ্গে এই নবজাতক গ্যালাক্সির মিল রয়েছে এবং নক্ষত্রগুলো গ্যালাক্সি কেন্দ্রের চারদিকে ঘন সংবদ্ধ অবস্থায় রয়েছে।"
ইএসও বলেছে, "মহাবিশ্বের প্রাথমিক ইতিহাসে প্রথমবারের মতো এই বর্ণালীবলয় দেখা গেছে। এটি দেখতে আমাদের অতিদূর অতীতের মিল্কিওয়ের মতোই।"
গবেষকরা ধারণা করছেন, এই নবীন নক্ষত্র সিস্টেম বিশৃঙ্খল হয়ে পড়বে এবং আমাদের পূর্ণাঙ্গ মিল্কিওয়ে গ্যালাক্সির মতো নক্ষত্রগুলো স্বতন্ত্র কাঠামো নিয়ে জটিল গ্যালাক্সিতে পরিণত হবে।
তবে এতে বলা হয়, SPT0418-47 'বিস্ময়করভাবে স্থিতিশীল' মনে হচ্ছে, এটি প্রাথমিক মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর ভয়ংকর সংক্ষুব্ধ এবং অস্থিতিশীল এই তত্ত্বের সঙ্গে মিলছে না।