ডিএনসিসির ১৯৪ বাড়িতে এডিসের লার্ভা, ডিএসসি পায়নি
চলমান ডেঙ্গুবিরোধী অভিযানে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৯৪টি বাড়িতে এডিস মশার লার্ভা পেলেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) কর্মকর্তারা কোথাও এই মশার লার্ভা পাননি।
দুই সিটি করপোরশনের কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান এডিস মশা ধ্বংসকরণে ও চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৭৩৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৯৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়।
লার্ভা পাওয়া এ সব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এছাড়া ৬ হাজার ৩৪৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়। এ সকল স্থান ধ্বংস করা হয়। ওয়ার্ড কাউন্সিলররা এ ‘চিরুনি অভিযানে অংশ নেন।
২৫ আগস্ট থেকে ৫ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৫৩ হাজার ২৩২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ২২৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এছাড়া ২৭ হাজার ৪৮৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়।
এডিস মশার লার্ভা নির্মূলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইন, এস এম শফিউল আজম, মীর নাহিদ আহসান ও সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে ডিএনসিসির বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ বাড়ির মালিককে সতর্ক করা হয়।
লার্ভা পায়নি ডিএসসিসি
এদিকে একই দিনে এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫টি মোবাইল টিম ৭টি ওয়ার্ডের মোট ১০৫টি বাড়ি পরিদর্শন করে।
এর মধ্যে খিলগাঁ সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাাপনাও রয়েছে।
তবে কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। ৪টি বাড়িতে এডিস মশার প্রজননউপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান । তিনি ১৯ ও ২০ নং ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শহীদুল্লাহ বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন।
ম্যাজিস্ট্রেটরা বাড়ির মালিকসহ নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং কোনো স্থানেই যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।