সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে জনসাধারণের সহযোগিতা চায় বিজিবি
যাদের কাছে প্রাসঙ্গিক তথ্য আছে, তাদেরকে বিজিবির সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে জনসাধারণের প্রতি সহায়তার অনুরোধ করেছে।
আজ (৭ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বলেন, যাদের কাছে প্রাসঙ্গিক তথ্য আছে, তাদেরকে বিজিবির সাথে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ বা +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে যোগাযোগের জন্য উৎসাহিত করা হচ্ছে।
এর আগে গতকাল (৬ আগস্ট) তিনি জানিয়েছিলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকাতে বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।