ভারতে পালানোর চেষ্টাকালে আটক নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী মানিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ফরিদ মানিক ওরফে 'পিএস মানিক'।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক দেখিয়ে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ।
'পিএস মানিকের' বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, পর্যটক ভিসায় ভারত যাওয়ার জন্য দুপুর পৌনে ১টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক।তবে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেয়।বিকেল পর্যন্ত তাকে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়।পরবর্তীতে সন্ধ্যায় তাকে আটক দেখিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম বলেন, দুপুরে মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিকের ভারত গমনের জন্য ইমিগ্রেশনে আসলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরবর্তীতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় কর্তৃপক্ষের নির্দেশনায় বহির্গমনরোধ করে তাকে আটকপূর্বক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।